সব
শপথ অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও পাশে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন শপথ নিয়েছেন। এসময় তার পাশে ছিলেন ছেলে জাহাঙ্গীর আলম। আজ সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটির মেয়রদের শপথ বাক্য পাঠ করান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ছবিতে দেখা যায়, জায়েদা খাতুনের পাশে বসে আছেন জাহাঙ্গীর আলম। এমনকি দেখা গেছে মা যখন শপথ নিচ্ছিলেন তখন মাইক ধরে তাকে সহযোগিতা করছেন জাহাঙ্গীর।
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েই মূলত জাহাঙ্গীর তার মা জায়েদা খাতুনকে প্রার্থী করেছিলেন। পরে মায়ের পক্ষে কাজ করায় আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন তিনি। কিন্তু ভোটের লড়াইয়ে কার্যত আজমত উল্লার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর।
মায়ের পক্ষে দিনরাত প্রচার চালিয়েছেন তিনি। অন্যদিকে আজমত উল্লাও নির্বাচনী প্রচারে যা বলেছেন, এর প্রায় সবই ছিল জাহাঙ্গীরকেন্দ্রিক।
গত ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে জায়েদা খাতুন ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করেন। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
মন্তব্য