সব
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও চোরসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ৮৬ গ্রাম গ্রাম হেরোইন ৩ কেজি গাঁজা, ১৫ টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রবিবার রাতভর অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আব্দুল্লাহ আল মাহমুদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর আটানি পুকুরপাড় একটি মোটর সাইকেলের ওয়ার্কশপ দোকানের থেকে ২২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী মোঃ শুক্কুর আলী, মোঃ অহিদ, মোঃ সানি, মোঃ পাপ্পু মিয়া, নূর মোহাম্মদ ফয়সাল, মোঃ খাজা মিয়াকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন যাবৎ মাদকসহ ছিনতাই এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে এস কে হাসপাতালের সামনে থেকে ৩২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী মোঃ শহিদ, মোঃ রাজু খান, সাব্বির হোসেন ও মোঃ মোশাররফ হোসেন রামিমকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন যাবৎ মাদকসহ শহর এলাকায় ছিনতাই এর সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ জয়বাংলা চত্তর সংলগ্ন থেকে ৩২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী মোঃ সাজ্জাদ হোসেন রিফাত, মোঃ বিল্পব, মোঃ আশিক ও মোঃ রাজিব মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদকসহ শহর এলাকায় ছিনতাই এর সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশালের ছলিমপুর ৩ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন ওরফে শাকিব ও মোছাঃ মমেনা খাতুনকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি এর সাথে জড়িত। সোহাগ সাত মামলার আসামী।
এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর কেওয়াটখালী বাজার সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন ব্যান্ডের ১৫টি মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য জান্নাতুল ফেরদৌসিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মোবাইলসেট চুরি কারবারির সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। এ অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য