সব
মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বাংলাদেশের সামরিক উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে, সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোতে জুবু থিরি শহর এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিং এ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ মেডিকেল টিম আজ জুবু থিরি শহরের মোট তিনটি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ মোট ১৫০ জন রোগীসহ এ পর্যন্ত সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মায়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশের সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগামীকালও বাংলাদেশ সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য