প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ । ২:৪৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বাংলাদেশের সামরিক উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে, সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোতে জুবু থিরি শহর এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিং এ উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ মেডিকেল টিম আজ জুবু থিরি শহরের মোট তিনটি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ মোট ১৫০ জন রোগীসহ এ পর্যন্ত সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মায়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশের সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগামীকালও বাংলাদেশ সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন