সব
শেরপুরে পৃথক দুটি অভিযানে জেল পলাতক আফরোজ আলী(২৮) ও রাজিব মিয়া (২৯)নামের দুই হাজতীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) পৃথক স্থান ও সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আফরোজ আলী সদর উপজেলার গৃণাপাড়া লসমনপুর এলাকার ইজ্জত আলীর এবং রাজিব মিয়া পশ্চিম শেরি এলাকার কবির হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে।
এসময় ৫১৮ জন হাজতী ও কয়েদী জেলখানা থেকে পালিয়ে যায়। জেলা থেকে পালানোর পর সকল আসামী আত্মগোপনে চলে যায়।
এই ঘটনায় সিপিসি-১,র্যাব-১৪,জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।
পরে গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় কুসুমহাটি এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলার হাজতী নং-১৭০০/২৪ আফরোজ আলী এবং হত্যা মামলার হাজতী নং-২৬৯২/২৩ রাজিবকে পশ্চিম শেরি ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতারকৃত হাজতীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য