সব
ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর, আমাদের সময় পত্রিকা ও এনটিভি অনলাইনে ৪ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত সংখ্যায় -” ময়মনসিংহ প্রেসক্লাবে আওয়ামী মদদপুষ্টদের হামলা, নিন্দা ও প্রতিবাদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি অধিকার বঞ্চিত আন্দোলন কারি সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়েছে।
আমরা সাজানো মিথ্যা মন্তব্যের জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ময়মনসিংহ প্রেসক্লাব ও সংশ্লিষ্টরা যদি এ ধরনের বক্তব্য বা মন্তব্য দিয়ে থাকেন, তারা কি বর্তমানে দৃশ্যত যে রাজনৈতিক দল প্রেসক্লাবে এসেছিল তাদের মদদপুষ্ট! এর আগে লীগের মদদপুষ্ট ছিলেন, সকল তথ্যই তো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কোন মদদে চলেছে আর চলছে।
সেই দিন ময়মনসিংহ প্রেসক্লাবে কোন হামলা বা ভাংচুরের ঘটনা ঘটে নাই। অধিকার বঞ্চিত সাংবাদিকরা গত তিন বছর ধরে তাদের অধিকার আদায়ে আন্দোলন করছে। এই আন্দোলনকে হামলা বলে প্রচার করে প্রেসক্লাব নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা চালানো হচ্ছে। সকল রেকর্ড সকলের কাছে আছে। প্রেসক্লাবের পেটোয়া বাহিনী দিয়ে নারী সাংবাদিকসহ অধিকার বঞ্চিত সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্তও করা হয়েছে। যা শুধু ময়মনসিংহবাসী নয় দেশবাসীও অবহিত রয়েছেন, প্রত্যক্ষ করেছেন। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে আওয়ামী মদদপুষ্ট কতিপয় হিন্দুধর্মাবলম্বী সাংবাদিক পরিচয়ে ময়মনসিংহ প্রেসক্লাবে এসে হামলা ভাংচুর ও সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এধরণের বক্তব্য শুধু মিথ্যা বানোয়াট ও মানহানিকরই নয় সংখ্যালঘু এবং হিন্দু ধর্মাবলম্বীদেরকে আঘাত করে সাম্প্রদায়িক উস্কানী মনমানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ঐ সকল পত্রিকা ছাড়াও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর সম্পাদক আবু সালেহ মো. মুসা গত আওয়ামীলীগ সরকারের উপদেষ্টা বর্তমান জেল হাজতে আটক সালমান এফ রহমানের মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে কাজ করে ব্যাপক চাঁদাবাজি করেছেন।আওয়ামীলীগের পক্ষে আবু সালেহ মো. মুসা ব্যাপক ভূমিকা রেখেছেন। সাজানো নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য আওয়ামীলীগের প্রার্থীদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সিটি নির্বাচনে ফলাফল প্রকাশের আগেই মেয়রের নাম ঘোষণা, কিসের ইঙ্গিত বহন করে। ময়মনসিংহ প্রেসক্লাবের কথিত সাধারণ সম্পাদক অমিত রায়সহ আরো বেশ কয়েকজন হিন্দুধর্মাবলম্বী প্রেসক্লাবের সদস্য রয়েছেন। তাদের সম্পর্কে প্রতিবেদনে কোন মন্তব্য করা হয়নি কেন? সালমান এফ রহমানের দালাল আবু সালেহ মো. মুসা ও অন্যান্য পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদককে হিন্দুসম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করায় গ্রেফতার পূর্বক বিচার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য