সব
আজ ১৬ মে ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাত্রিকালীন ডিউটি তদারকিকালে ভোর ০৫:১০ ঘটিকায় সঙ্গীয় টহল দলসহ গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানাধীন ফুলপুর বাসস্ট্যান্ডে একটি মনোহারী দোকানের সামনে ঢাকা থেকে ঝিনাইগাতীগামী বাস (রেজি: নং- ঢাকা মেট্রো-ব-১৩-১৪৭০) – এর যাত্রী ১। আফরোজা @ কবিতা (২৭), স্বামী- স্বপন মিয়া, সাং-ভুরদী (সালাতলা বাজার সালাউদ্দিন মার্কেট (মহিলা মাদ্রসার সাথে), থানা- নকলা, জেলা- শেরপুর ও ২। মোছা- সোনালী আক্তার @ শিরিন আক্তার (২৫),পিতা- শামসুদ্দিন, মাতা- হুসনা বেগম, সাং-বৈগন্ডপুর, থানা-ঠাকুরগাও সদর, জেলা- ঠাকুরগাও -দ্বয়ের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন।
তাদের বিরুদ্ধে ফুলপুর থানার মামলা নং-১৯ তারিখ-১৬-০৫-২০২৩, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯(গ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য