সব
ময়মনসিংহ সদর-৪ আসনে মোহিত উর রহমান শান্ত নৌকার প্রার্থী ১৪৭২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম।
ট্রাক প্রতীকে পেয়েছেন ১০৩৫৪৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে আবু মুসা সরকার পেয়েছেন ৫৭০২ভোট, আব্দুল মান্নান ডাব প্রতীকে পেয়েছেন ২৮৮ভোট, সতন্ত্র দেলোয়ার হোসেন খান দুলু কাচি প্রতীকে পেয়েছেন ৯৬৮ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ পরেশচন্দ্র মোদক গামছা পেয়েছেন ২২০ভোট, বিটিএফ বিশ্বজিৎ ভাদুড়ী ফুলের মালা প্রতীকে পেয়েছেন ২৮৬ ভোট, এনপিপি হামিদুল ইসলাম আম প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট, বিএসপি সেলিম খান একতারা প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট।
সদর আসনে মোট ভোট সংখ্যা ৬৫০২৮৪ (ছয় লাখ পঞ্চাশ হাজার দুইশত চৌরাশি ভোট)। কেন্দ্রসংখ্যা ১৭৭টি। নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোট পড়েছে ২৬২৮২০ ( দুই লাখ বাষষ্ট্রি হাজার আটশত বিশ ভোট।
বাতিল হয়েছে ৩৮৩৮ ভোট, মোট বৈধ ভোটের সংখ্যা ২৫৮৯৮২ ( দুই লাখ আটান্ন হাজার নয়শত বিরাশি ভোট)। শতকরা প্রদত্ত ভোটের হার ৪০.৪১%। সর্বোপরি নৌকার সাথে ট্রাকের ব্যবধান ৪৩৭৪৬ ( তেতাল্লিশ হাজার সাতশত ছয়চল্লিশ ভোট)।
ময়মনসিংহ জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
মন্তব্য