সব
বর্তমান সরকারের পদত্যাগ ও র্নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে রোববার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কে তারুন্যের রোড মার্চে ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল ও তার অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহা সড়কের কানারামপুর বাসট্যান্ড, মাজার বাসট্যান্ড, চামটা বাজার, ঝালুয়া বাজার, নান্দাইল নতুন বাজার, নান্দাইল চৌরাস্তা, মুশুলী চৌরাস্তা ও জামতলা বাজার এলাকায় ব্যাপক শোডাউনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান। রোড মার্চের দিন বিএনপি দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখাগেছে।
মন্তব্য