সব
নাছরুল্লাহ আল কাফী:
জাতীয় পার্টি (জেপি)’র ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি জসিম মো: মিরকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভপতি হিসেবে সিনিয়র সহ সভাপতি মোঃ ছাইফুল ইসলামকে নিযুক্ত করা হয়।
শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি’র আহবায়ক শাহীন হাওলাদার ও সদস্য সচিব মো: মাসুদ করিম ইমন এর স্বাক্ষিরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র সমাজের দায়িত্বে থাকা জসিম মোঃ মীরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচারনের দায়ে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করেন। এবং ১৫ দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে উপজেলা ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছাইফুল ইসলামকে সভাপতির দায়িত্ব প্রদান করেন।
এবিষয়ে বহিস্কৃত সভাপতি জসিম মো: মীর বলেন, আমাকে অব্যাহতি দেয়ার অধিকার উপজেলা মুল দলের নেই। আমার কমিটি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের স্বক্ষরিত। এখানে অন্যকেহ আমাকে বহিস্কার করতে পারেনা।
তিনি আরও বলেন, গত তিনদিন আগে ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমার সাথে দলের কয়েকজন নেতার সাথে একটু ভুল বুঝাবুঝি ও কথার কাটাকাটি হয়েছে। আমি দলিয় কোন অসদাচারণ ও শৃঙ্খলা ভঙ্গের মত কাজ করিনি। আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্য ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
উল্লেখ্য; জাতীয় ছাত্র সমাজের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয় গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)। এর ২দিন পর বহিস্কার হন ছাত্র সমাজের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি জসিম মো: মির।
মন্তব্য