সব
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে (৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে ।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি যুগ্ম-আহবায়ক মোঃ শামছুজ্জামান (জামাল চেয়ারম্যান) সভাপতিত্বে সঞ্চালনা করবেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোঃ শহিদুল ইসলাম স্বপন মন্ডল সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি(সাবেক এমপি)।
বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু, কেন্দ্রীয় সদস্য শহীদ আমিনী রুমি ও শরীফ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক বদিউজ্জামান প্রিন্স দুলাল,জেলা জাপা’র সদস্য ও তারাকান্দা উপজেলার সাধারন সম্পাদক অধ্যক্ষ এমদাদুল হক খান , জেলা জাপা’র সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, মাহাবুব আলম ফকির , কবির আলী , জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি এসডি রুবেল, জেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক মোঃ উজ্জল খান, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ইদ্রিস আলী শ্রাবণ, জেলা শ্রমিক পার্টির যুগ্ম-আহবায়ক গোলাম কবির রুবেল ও মির্জা মামুন, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক সুমন হাসান সৌনক ও ওমর ফারুক প্রমুখ ।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেছিলেন। বিদায় জাতীয় পার্টি ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে।
আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ এমদাদুল হক খান।
মন্তব্য