প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ৭:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষন দিবস পালিত

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল।।

ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে (৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে ।

ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি যুগ্ম-আহবায়ক মোঃ শামছুজ্জামান (জামাল চেয়ারম্যান) সভাপতিত্বে সঞ্চালনা করবেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোঃ শহিদুল ইসলাম স্বপন মন্ডল সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি(সাবেক এমপি)।

বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু, কেন্দ্রীয় সদস্য শহীদ আমিনী রুমি ও শরীফ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক বদিউজ্জামান প্রিন্স দুলাল,জেলা জাপা’র সদস্য ও তারাকান্দা উপজেলার সাধারন সম্পাদক অধ্যক্ষ এমদাদুল হক খান , জেলা জাপা’র সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, মাহাবুব আলম ফকির , কবির আলী , জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি এসডি রুবেল, জেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক মোঃ উজ্জল খান, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ইদ্রিস আলী শ্রাবণ, জেলা শ্রমিক পার্টির যুগ্ম-আহবায়ক গোলাম কবির রুবেল ও মির্জা মামুন, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক সুমন হাসান সৌনক ও ওমর ফারুক প্রমুখ ।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেছিলেন। বিদায় জাতীয় পার্টি ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে।

আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ এমদাদুল হক খান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন