সব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ত্রুটি থাকায় দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ ঘোষণা দেন।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন খান শান্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী ও উপজেলা শাখার সভাপতি মো. আলকাছ উদ্দীন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান (সোহাগ)।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. বেলাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান (ডিপ্ট)।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, নেত্রকোনা ১ আসনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে বিভিন্ন ত্রুটি থাকায় দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী ইচ্ছা করলে আপিল করতে পারবেন।
মন্তব্য