সব
ময়মনসিংহে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ১২ জন গ্রেফতার হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকা হতে তাদের গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি তরবারি, ১টি স্টিলের চেইন স্পকেট উদ্ধার করে র্যাব।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়। তিনি জানান, বুধবার (৪ অক্টোবর) রাতে ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। তখন র্যাবের টিম তাদেরকে ধাওয়া করলে সাখাওয়াত হোসেন ফরহাদ (৩২), রিয়াদ আহমেদ রনি (২৬), মোঃ জুয়েল রানা (৩৪), রতন বর্মন (৩২), এবং নয়ন চন্দ্র বর্মন (২৮) সহ ১২ জনকে আটক করে র্যাব। এসময় তাদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি তরবারি, ১টি স্টিলের চেইন স্পকেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বলাশপুরের সাবেক আক্কাস কমিশনারের ভাগিনা জুয়েলের সাথে শিকারীকান্দা গ্রামের সিদ্দিকের ছেলে মোঃ জুয়েল মিয়াদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আটককৃতরা সেখানে অবস্থান করছিল এবং তার কিছুক্ষণ পূর্বে আটককৃতরাসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে অবৈধ বিদেশী পিস্তলসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের বসতবাড়িতে আক্রমন করে বসতবাড়ির ভাংচুরসহ তার পরিবারের লোকজনদের মারপিট করেন। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়াধীন। অপরদিকে সিদ্দিকের ছেলে জুয়েলের জমিজমার বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর ও মারপিটের ঘটনায় অপর আরেকটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। গতকাল গ্রেফতারকৃতদের ধোবাউড়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
মন্তব্য