সব
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাঁশঝাড়ের ভেতরে নিয়ে এক কিশোরী প্রেমিকাকে (১২) ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলামকে (১৯) নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর নানা হযরত আলী তিন জনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা করেন।
সাদিকুল উপজেলার চরআলগী ইউনিয়নের চর কিনারআলগী গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং পেশায় একজন বাদাম বিক্রেতা।
জানা যায়, ধর্ষিতা ওই কিশোরী উপজেলার চরআলগী ইউনিয়নের চর কিনারআলগী নানার বাড়িতে থাকার সুবাধে একই গ্রামের বাদাম বিক্রেতা সাদিকুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত মঙ্গলবার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে বসতঘর থেকে বের হলে ঘরের পাশে ওঁৎ পেতে থাকা বখাটে প্রেমিক সাদিকুল ইসলাম (১৯) ও তার দুই বন্ধু রিফাত (২০) ও শরীফের (২১) সহযোগিতায় প্রেমিকার মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে নিয়ে প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট প্রেমিক পালিয়ে যায়।
এ ঘটনার সাথে জড়িত লম্পট প্রেমিক সাদিকুল ইসলামকে গত বুধবার রাতে পার্শ্ববর্তী ভালুকা পৌর শহরের মেজরভিটা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনার থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত লম্পট প্রেমিক সাদিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য