সব
ময়মনসিংহ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ময়মনসিংহ সদরের বাস্তবায়নে পুষ্টি সমন্বয় কমিটির উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২ জুন সকালে সদর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত আলোচনা সভায় খাদ্য ও পুষ্টি, খাদ্য উপাদান, সুষম খাবার, সমমান পুষ্টি মানের দামী ও সস্তা খাবার, মাতৃ পুষ্টি, কৈশোরকাল, কৈশোরকালে পুষ্টির গুরুত্ব, কৈশোর কালীন অপুষ্টি প্রতিরোধে করণীয়, গর্ভবতী মায়েদের খাদ্য এবং পুষ্টি, মায়ের স্তনে শিশুর ভূল ও সঠিক সংযোগ, নবজাতকের পুষ্টি, বাড়তি খাবার, ছয় মাসের পরে মায়ের দুধ চালিয়ে যাওয়ার গুরুত্ব, পরিস্কার পরিচ্ছন্নতা সহ পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এর পূর্বে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান কবির এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নাজমুল হুদা এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন,ডাঃ রাবেয়া সুলতানা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাহবুব হোসেন সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে উপজেলার ১১ইউনিয়ন থেকে বাছাইকৃত ১৭জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার বিতরণ করা হয়।
মন্তব্য