সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে অপহরন ও অন্যান্য মামলার আসামীসহ ১৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,পুলিশ পরিদর্শক (নিঃ) কমর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। লিয়াকত আলী (৫৭), (৩৩নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক), পিতা-মৃত শরাফ উদ্দিন, মাতা-আমিনা খাতুন, সাং-চর ঝাউগড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছাঃ রোকেয়া খাতুন, সাং-বোররচর ভাটিপাড়া, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন বোররচর এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। মোঃ মিলন মিয়া (২৮), পিতা-হাবিবুর রহমান হবি, ২। মোছাঃ ফারজানা আক্তার (২০), স্বামী-মোঃ মিলন মিয়া, উভয় সাং-ভাংনাবাড়ী, থানা- গৌরীপুর, এপি/সাং-আকুয়া ওয়ারলেছ গেইট পশ্চিমপাড়া(জনৈক টুটুল মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ওয়ারলেস গেইট এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাজহারুল ইসলাম, সাইফুল ইসলাম, নাছিমা খাতুন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রায়হান (২২), পিতা-মোঃ কামাল উদ্দিন, সাং-চর জেলখানা, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ২। মোছাঃ ফরিদা বেগম (৩০), পিতা-মাবিদুল শেখ, মাতা-মিনা বেগম, সাং- কাশিয়ানী, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এপি/সাং-চরপাড়া লাশ কাটা ঘরের বিপরীতে, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ৩। মোঃ বাচ্চু মিয়া (৪২), পিতা-মৃত মফিজ উদ্দিন, মাতা-মোছাঃ হিরামন নেছা, সাং-চর সিরতা (পশ্চিমপাড়া মড়লবাড়ী), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মাজহারুল ইসলাম, এএসআই (নিঃ) জাবির হোসেন, সাজেদুল ইসলাম, নাজমুল হক, আনছার আলী, রাসেল ইয়ার খান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৭ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। সুমন নন্দী, পিতা-অজয় নন্দী, স্থায়ী: (সাং- নন্দীবাড়ী) , উপজেলা/থানা- মোহনগঞ্জ, জেলা -নেত্রকোনা, বাংলাদেশ:বর্তমান: (সাং- শিববাড়ী দয়ময় মন্দিরের সামনে) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
২। মোঃ ইসমাইল হোসেন , পিতা-কাজল হোসেন, স্থায়ী : গ্রাম-চর জেলখানা , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
৩। মোঃ ইসমাইল হোসেন (২৪), পিতা-মোঃ কাজল হোসেন, স্থায়ী : গ্রাম- চর জেলখানা (চর জেলখানা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ।
৪। মোঃ জুল মান্নান হোসেন , পিতা-মোঃ আবু সহিদ, স্থায়ী: (প্রোঃ নিউ আল আমিন হোসিয়ারী স্টোর,৩৬ ব্যাংক পট্রি মেইন রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ।
৫। মোশারফ হোসেন , পিতা-জনাব আলী, স্থায়ী : সাকিন- ১৫/১৭ গোয়াইলকান্দি করনেশন রোড, ডাকঘর- সদর-২২০০ , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহ।
৬। রতন , পিতা-ছাত্তার মিয়া ওরফে ঠানডু মিয়া, স্থায়ী: গ্রাম- আকুয়া (দক্ষিণপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
৭। পাপেল ওরফে সাক্কর , পিতা-মোঃ কামরুল ইসলাম, স্থায়ী: গ্রাম- বাশ বাড়ী কলোনী (বাঁশবাড়ী কলোনী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য