সব
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের
“প্রেস বিজ্ঞপ্তি”
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) গোলাম রব্বানী সঙ্গীয় র্ফোস থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সাইফুল ইসলাম (২৯), পিতামৃত-খোরশেদ আলম, মাতা-ফিরোজা খাতুন, সাং-১৬৫/বি/১ আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আরকে মিশন রোড এলাকা হইতে
গ্রেফতার করেন।
এসআই (নিঃ) অংকন সরকার সঙ্গীয় র্ফোস থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মাহফুজুর রহমান (৪০), যুবলীগের সদস্য, পিতা-মুনসুর আলী, মাতা-রাবিয়া খাতুন, সাং-৫/৪০
আউটার স্টেডিয়াম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন পুলিশ লাইন্স এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় র্ফোস থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ উজ্জল মিয়া (৪২), পিতা মুঃ ইদ্রিস আলী, সাং- চরনিলক্ষিয়া, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় র্ফোস থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ খোকন মিয়া (৪৫), পিতা-মোঃ আবু তাহের, সাং-মাঝিহাটি, এপি/সাং-সুহিলা পশ্চিমপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সুহিলা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) জাহিদুল হাসান সঙ্গীয় র্ফোস থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া র্ধষনের চেষ্টা মামলার আসামী ১। মোঃ তসলিম মিয়া (৩০), পিতামৃত-মহি উদ্দিন, মাতা-মোছাঃ মমিনা খাতুন, সাং-পাটগুদাম
বিহারী ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম এলাকা হইতে
গ্রেফতার করা হয়।
ইহাছাড়ও এসআই (নিঃ) মতিউর রহমান, এএসআই (নিঃ) ওমর ফারুক, সুকান্ত দেবনাথ, মাসুম রানা, সাজেদুল ইসলাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫টি পরোয়ানা গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ দুলাল মিয়া (৪৪), পিতা-মৃতঃ আমছর আলী, স্থায়ী : গ্রাম- নিহালিয়া কান্দা (নেহালিয়া কান্দা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
২। মোঃ হাফিজুর (৩৪), পিতা-মৃতঃ আমছর আলী, স্থায়ী : গ্রাম- নিহালিয়া কান্দা (নেহালিয়া কান্দা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। খায়রুল ইসলাম (২৯), পিতা-মোঃ জালাল উদ্দিন, স্থায়ী: গ্রাম- চুরখাই (চুরখাই পাঁচ রাস্তার মোড়) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ ৪। মোঃ মেহেদী হাসান মামুন (৩৩), পিতা-আব্দুল কাদের, স্থায়ী: গ্রাম- চর পাড়া (মালেক মুন্সির বাড়ী) ,
উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ:র্বতমান: গ্রাম- কোনাবাড়ী (নীলনগর কোনাবাড়ী জামে মসজিদ গলি) , উপজেলা/থানা- কোনাবাড়ী, জেলা -গাজীপুর,৫। মুক্তানাহার, পিতা-/স্বামী: মোঃ রিপন মিয়া, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া (পো: লাল কুঠির দরবার শরীফ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য