সব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ১৫৮ সমন্বয়ক ও সহ-সমন্বয়কের পদ বিলুপ্ত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সাবেক হলেন বৈষম্যবিরোধী এসব নেতারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
মন্তব্য