ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আল আমিনকে দেশীয় অস্ত্র সহ, এসআইনসুমন দেবনাথ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাটগুদাম ব্রীজ মোড় একটি কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আকাশকে দেশীয় অস্ত্র সহ, এসআই আলী আকবর সঙ্গীয় ফোর্স সহ বাকৃবি শেষ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রবিন মিয়া, মোঃ হাবু মিয়া, এসআই ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ খাগডহর ঘুন্টি থেকে মামলার আসামী সবুজ, ইমরান হোসেন, হিফজুর রহমান, জুয়েল আহমেদ, শামীম আহমেদ ও মেহেদী হাসানকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আশিকুল হাসান, শুভ্র সাহা, সোহেল রানা প্রত্যেকে পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো তিনজনকে গ্রেফতার করে।
সাজাপ্রাপ্ত হলো, রামকৃষ্ণ মিশন রোডের মোঃ আলী আজগর মিলন এবং মোঃ শরিফুল ইসলাম বিপ্লব ও মোঃ সামছুল হক। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত আছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।
মন্তব্য