সব
শেরপুরের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী শিক্ষার আলোই বাংলাদেশ(স্বেচ্ছাসেবি) সংগঠনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।এসময় সভাপতিত্ব করেন শিক্ষার আলোই বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সভাপতি নাঈম ইসলাম রতন। শিক্ষার আলোই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম এমপি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে আমি মহান সংসদে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার উত্তরাঞ্চলের মানুষের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও শেরপুরে মেডিকেল কলেজ হাসপাতালের কথা তুলে ধরেছি শুধু তাই নয় একটি বডার হাট করার কথাও বলেছি,আর আজ যারা কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পেলে তারা বড়দের সম্মান করবে এবং আমাকে দেখো আমি প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে এখন আমি এমপি।তাই তোমরা মানুষদের সম্মান করবে। আমি দোয়া করি আল্লাহ তায়ালা যেন তোমাদের সবাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের দায়ীত্বপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন,পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ১শত ৮০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য