সব
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিলুপ্ত তাওয়াকুচা বালুমহালে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অভিযান।
অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় ৬০টি মাচা, ৫টি ড্রেজার মেশিন এবং বিপুলসংখ্যক পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, “তাওয়াকুচা বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এরপরেও কিছু অসাধু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছে। এই ধরনের অবৈধ কার্যক্রম জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য