সব
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শুক্রবার সকালে পাহাড়ি এলাকায় দু:স্থ , অসহায় ও আদিবাসী পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে । শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স টেকনোলজির সৌজন্যে পাহাড়ি এলাকায় শীত নিবারণের জন্যে অসহায় পরিবারের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয় ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স টেকনোলজির পরিচালক প্রকৌশলী আব্দুর রাজ্জাক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু শীতবস্ত্র কম্বল অসহায় পরিবারের হাতে তুলে দেন।
এ সময় আলামিন,ইউসুফ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।পাহাড়ি এলাকার গজনী, রাংটিয়া,ছোট গজনীতে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে অসহায় মানুষগুলো প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
মন্তব্য