সব
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে যুব র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ হয়েছে৷
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রিস আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করে।মাননীয় প্রধানমন্ত্রী যুবক যুবতীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন। এই যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
মন্তব্য