সব
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কার্যকরী কমিটির পরিচিতি সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়ন রাংটিয়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ (হরি) মন্দির সেবা কল্যাণ ও আশ্রম প্রাঙ্গণে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি রনজিৎ কুমার হাজং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজেন চন্দ্র কোচ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবণ কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র রায়, শেরপুর জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শান্ত রায় প্রমুখ।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য তিনি প্রধান অতিথির বক্তব্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এছাড়াও এ কমিটির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, বিভিন্ন দিক নির্দেশনা মূলক চিত্র তুলে ধরেন তিনি।এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নলকুড়া ইউনিয়ন শাখার সহ সভাপতি রুয়েল চন্দ্র কোচ, সহ-সভাপতি নিপুরাম কোচ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ধানশাইল ইউনিয়ন শাখার সভাপতি শ্রী রতন কুমার রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কাংশা ইউনিয়ন শাখার সভাপতি পরিমল কোচ,সাধারণ সম্পাদক গৌরাঙ্গ কোচ,সাংগঠনিক সম্পাদক নিল মাধব হাজং সহ আরও অনেকে। অতিথিদের বক্তব্য শেষে,ভবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নলকুড়া ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি ও ভোগ আরতী কৃত্তণ শেষে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে এ সভার সমাপনী করা হয়।
মন্তব্য