সব
গত মঙ্গলবার (০৪ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ) নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা নীলফামারী জেলায় যোগদানের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে তাকে জেলা পুলিশ নীলফামারীর পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী ও পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) নীলফামারী এবং নবাগত সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারী জনাব কানিজ ফাতেমা মিলা”কে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব ফাতেমা যুথি, সহ-সভানেত্রী পুনাক, নীলফামারী।
নীলফামারী জেলায় যোগদান করার লক্ষ্যে নবাগত পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
অতঃপর নবাগত পুলিশ সুপার মহোদয় নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) নীলফামারীর নিকট হতে নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা নীলফামারী জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী; মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী; জয়ন্ত কুমার পাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), নীলফামারী; আব্দুর রাজ্জাক, ডিআইও-১, (সাময়িক দায়িত্বে), ডিএসবি, নীলফামারী; মোঃ জিন্নাত আলী, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, নীলফামারী; খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ , নীলফামারী সদর থানা, নীলফামারী; মোঃ রওশন কবীর, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী; সেলিম আহম্মেদ, ইনচার্জ, সদর ট্রাফিক, নীলফামারীসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
মন্তব্য