সব
গতকাল ১৫এপ্রিল/২৩ পঞ্চগড় ব্যাটালিনয় (১৮ বিজিবি ) এর অধীনস্থ বাংলাবান্ধা- ফুলবাড়ি আইসিপিতে ডঃএসএল থাউসেন,মহাপরিচালক, বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারত পরিদর্শনের আগমন করেন। এ সময় বিজিবি এর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন,রংপুর উপস্থিত থেকে মহাপরিচালক,বর্ডার সিকিউরিটি ফোর্সকে ফুলেল শুভেচছা জানান । অনুষ্ঠানে শ্রী অজয় সিং,আইজি বিএসএফ, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিজিবি এর কর্ণেল এম এইচ হাফিজুর রহমান, এসপিপি, পিএসসি, সেক্টর কমান্ডার, ঠাকুরগাও সেক্টর, লেঃ কর্ণেল মোঃযুবায়েদ হাসান, পিএসসি,অধিনায়ক, পঞ্চগড় ব্যালিয়ান (১৮ বিজিবি) মো ঃ হাচানুর রহমান সহকারী পরিচালক, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিব) সহ বিএসএফ এবং বিজিবি- বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগন উপস্থিত ছিলেন । মহাপরিচালক, বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারত আগমনের পর বিজিবির একটি চৌকস গার্ড দল কতৃক গার্ড অব অনার প্রদান করেন । গার্ড অব অনার শেষে মহাপরিচালক, বর্ডার সিকিউরিটি ফোর্স কতৃক বিজিবি এর সৈনিকদের সাথে মত বিনিময় করেন। রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন কতৃক ডিজি বিএসএফ আগমনকে স্বরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন( Mementos) প্রদান করেন।
মন্তব্য