সব
কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলার সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬ ঘটিকায় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিল্লাল হোসেন মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক এক বিবৃতিতে “৭৫ বাংলাদেশ” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি জানিয়েছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী ছিল একজন দেশ প্রেমিক শিক্ষানুরাগী। দেশ ও দলের জন্য ছিল তার নিবেদিত প্রান। গাজীপুরে কচিকাঁচা একাডেমিক, ইকবাল সিদ্দিকী স্কল এন্ড কলেজ প্রতিষ্ঠাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে ও সুস্থ ধারার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিক শিক্ষানুরাগী মানুষকে হারিয়েছে, যা অপূরনীয়।
মন্তব্য