সব
এসো সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত জীবন গড়ি’-এই ¯স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ২৭ ফেব্রুয়ারি (সোমবার) জোরবাড়ীয়া বালিকা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মাদ্রাসা সুপার শাহ মোঃফয়জুল বারীর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ দৌলা মুঞ্জু
প্রধান অতিথি বক্তব্য বলেন, দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এমন একটি বিষয় যা মানুষকেজয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়। শরীর গঠনে খেলাধুলার গুরুত্ব তোলে ধরে বলেন খেলাধুলা শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আসাদুজ জামান বুলু,আব্দুল হামিদ সহকারি শিক্ষক নুর মোহাম্মদ, হেলাল উদ্দিন উজ্জল, শরীর চর্চা শিক্ষক এ কে এম মাহবুবুল অালম বাবুল প্রমুখ।
এসময় অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে আমন্তিত অতিথিরা পুরস্কার তোলে দেন।
মন্তব্য