ডেস্ক রিপোর্ট:
ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক পুত্র আতিবুল ইসলাম (শাফিন)। ভোলা সদরের পশ্চিম শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করে। ঢাকা থেকে প্রকাশিক দৈনিক বাংলা সংবিধান পত্রিকার সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাবেক সাব-এডিটর রিয়াজুল ইসলাম চৌধুরী এবং ব্রাক ব্যাংকের অফিসার আসমা ইসলাম চৌধুরীর একমাত্র ছেলে। শাফিনের মাতার সাবেক কর্মস্থল ভোলা থাকায় সেখানের স্কুলেই সে লেখাপড়া করত। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা শাফিন।
বর্তমানে আতিবুল ইসলাম (শাফিন) তার মায়ের কর্মস্থল শরীয়তপুর থাকায় সেখানকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। সে লেখাপড়া করে পাইলট হওয়ার স্বপ্ন দেখছে। সে অত্যান্ত মেধাবী ও বিনয়ী, প্রথম থেকে ৫ম শ্রেনীতে তার রোল নং ১ ছিল। তারই ধারাবাহিকতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণ লেখাপড়া করছে। শাফিনের বৃত্তিলাভে তার পরিবার অত্যন্ত আনন্দিত। সে সকলের দোয়া প্রার্থী।
এ বিষয়ে শাফিন বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্কুলের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও আমার মা-বাবাসহ সকল পরিচিতদের। যাদের সহযোগিতায় আমি আজ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। এ সময় সে দেশবাসীসহ সকলের দোয়া ও আশীর্বাদ কামানা করেন।
এ বিষয় পশ্চিম শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান কৃতজ্ঞতার সাথে জানান, আতিবুল ইসলাম শাফিন আমাদের স্কুলের নিয়মিত শিক্ষার্থী। সে লেখাপাড়ায় খুবই মনযোগী। আমি তাঁর জন্য দোয়া করি, সে যেন ভালোভাবে শিক্ষা জীবন শেষ করে দেশের সেবা করতে পারে।
মন্তব্য