সব
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় স্কয়ার আবাসিক হোটেল শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ১ জানুয়ারি ২৩ ইং সকাল ১১ টায় তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে স্কয়ার আবাসিক হোটেল ৫ তলা ভবন
এ উদ্বোধন করেন, মুক্তিযোদ্ধা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন। তিনি বলেন সুন্দর মনোরম পরিবেশ স্কয়ার আবাসিক হোটেল, কাঞ্চনজংগা প্রেমিরা( পর্যটক) আসে থাকতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে কাজী শাহাবদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অব;স প্রভাষক মো; আতাউর রহমান,প্রভাষক আবু হানিফ,এতে তেতুলিয়া স্কয়ার আবাসিক হোটেল এর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো তেতুলিয়া কৃষকলীগের সদস্য সচিব মো; কবির হোসেন,শ্রমিকলীগের নেতা মো; ইনছান আলী,শ্রমিকলীগের আহব্বায়ক আবু আসরাফ বাবু,স্কয়ার আবাসিক হোটেলের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।পরে বিশেষ মুনাজাত অনুষ্টিত হয়।
মন্তব্য