সব
পঞ্চগড় জেলার তেতৃলিয়ায় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহারর নেতৃত্বে মডেল থানা পুলিশসহ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সে সময়ে মাদক বিরোধী অভিযানে তেঁতুলিয়ায় মোবাইল কোর্টে আজাদ হোসেন (৩৪) নামের এক মাদকসেবীকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের পুরাতন বাজার ও জিয়ানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে আজাদ হোসেন নামের এক ব্যক্তিকে তার নিজ বাসা হতে ইনজেকশনসহ আটক করা হয়।
আটককৃত আজাদ মাদক সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ ধারার ১(খ) উপধারা লংঘনের দায়ে একই আইনে ৩৬ ধারার ১নং উপধারায় বর্ণিত সারণির ৩৩নং ক্রমিকের ৩নং কলামের (ক) দফা অনুযায়ী ১ বছরের কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের কারাদন্ড প্রদান করে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন তেঁতুলিয়া ইউনিয়নের জিয়ানগর গ্রামের গ্রামের আ. রহমানের পুত্র। এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
মন্তব্য