সব
গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদামঘর ভস্মিভূত হয়েছে। এ সময় আশপাশের বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার বিকাল পৌনে ৩ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জৈনা বাজারের কলেজ রোড এলাকায় সফির উদ্দিনের লেপ-তোষক তুলার গুদামঘরে পাশে মোকলেসের তুলার গুদামঘরে দুপুরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অতি অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।সফির উদ্দিনের গুদামঘরে তুলা, লেপ-তোষক, আনুষঙ্গিক মালামাল, মেশিনপত্রসহ ৬ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় দেরঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য