সব
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বঙ্গবন্ধু সরকারী কলেজে মরহুম ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগ নেতা এড. পিযুষ কান্তি সরকার, এড. ফরিদ আহমেদ, কাজী আজাদ জাহান শামিম, আব্দুল কদ্দুস, দ্বীন ইসলাম ফকরুল, জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি শিবলী সাদিক খান, বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান ভাসানী, শামসুল হক, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সলামা আক্তার কাকন প্রমূখ।
এসময় সমাধিস্থলে এক মিনিট নিরবতা পালন করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকাল ১১ঘটিকায় গোলকিবাড়ী বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঞা, ভাটিকাশর মাহবুবুল হক শাকিলের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।
তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি, সাধারণ সম্পাদক’কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে, একারনেই ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের কবর জিয়ারতের মাধ্যমে জেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের শুভ যাত্রা সুচনা করা হইল।
মন্তব্য