সব
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ভূরুলিয়া ও নূরনগর ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর)সকালে ও বিকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্তরে শত শত মানুষের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের অতিরিক্ত কোটায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই কার্যক্রম করা হয়।
বাছাই কার্যক্রম চলাকালিন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নুরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ,ইউপি সদস্যবৃন্দ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান জানান, উপজেলায় আগামী ৬ ডিসেম্বর শ্যামনগর ও কাশিমাড়ী ইউপি,৭ ডিসেম্বর কৈখালী ও রমজাননগর ইউপি, ৮ ডিসেম্বর মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউপি, ১২ ডিসেম্বর বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউপি এবং ১৩ ডিসেম্বর পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
বাছাইয়ের সময় অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদনের কপি, প্রতিবন্ধী পরিচয় পত্রের ফটোকপি, ভাতা প্রদানের জন্য প্রতিবন্ধী ব্যক্তি ১৮ বছর পর্যন্ত জন্ম সনদ ও ১৮ বছরের উর্দ্ধে হলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেখা হচ্ছে।
মন্তব্য