সব
রাঙামাটিতে ”বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ণ” এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়।
রাঙামাটি জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগ আলোচনা সভার আয়োজন করে। রাঙামাটি পরিষদের এনেক্স ভবনে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসমী ভট্রাচার্য্য, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মিজান এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন পিয়ারু ও সমবায়
কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ কে সমবায় সমিতির রাঙামাটি জেলার শ্রেষ্ট সংগঠনের পুরুস্কার প্রদান করা হয়।
মন্তব্য