সব
রাঙামাটিতে ”বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ণ” এই প্রতিবাদ্য নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করেছে রাঙামাটি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সমবায সমিতি লিঃ।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়।
রাঙামাটি জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগ আলোচনা সভার আয়োজন করে।
রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসমী ভট্রাচার্য্য।
তাছাড়া রাঙামাটি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সমবায সমিতি লিঃ এর সভাপতি সাবিয়া লিলি,সহ-সভাপতি মাধবী কর্মকার, সাধারণ সম্পাদক শেলী নন্দী, অর্থ সম্পাদক দেবী বডুয়া এবং কার্যকরী সদস্য শিল্পী বডুয়া ও সাদিয়া সেলিম বন্যা সহ রাঙামাটি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সমবায সমিতি লিঃ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য