সব
সংগঠনের শক্তি সংহত করি সংগঠকের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও পেশাদারী দক্ষতা জোরদার করিএই প্রতিপাদ্যে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ ফুলবাড়িয়ার শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
কেন্দ্রীয় কমর্সূচী অংশ হিসেবে সংগঠনটি ১৭ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর সাংগঠনিক পক্ষ পালন করছে।
ফুলবাড়িয়া মহিলা পরিষদের সভাপতি পারভিন আখতার রেবা সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার সহ-সভাপতি সভাপতি লীলা রায়,সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাএক্সিকিউটিভ তাপসী পাল। ১৯৭০ সালে চার এপ্রিল কবি বেগম সুফিয়া কামাল উদ্যোগে ঢাকায় সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।বাংলাদেশের সবচাইতে প্রাচীন এই অ-রাজনৈতিক নারী সংগঠন টি আইনিসহায়তা,সরাসরিপ্রচারণা,ও গবেষণায় কাজ করে থাকে।
মন্তব্য