সব
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি, যেখানে ৫ লাখ মানুষের সমাগমের আশা করছে বিএনপি।
তাঁর সফর উপলক্ষে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। উচ্ছ্বসিত বিএনপি নেতা-কর্মীরা।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, মঙ্গলবার দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে বিভাগের চারটি জেলা এবং কিশোরগঞ্জের নেতা-কর্মীরাও যোগ দেবেন। ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ৫ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি।
জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ২৪টি সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তাঁর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে, মধ্যরাতে নারায়ণগঞ্জের কাচপুরে নির্বাচনী জনসমাবেশে অংশ নেন তিনি। এ সময় একটি দল নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র করছে বলে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
মন্তব্য