সব
বীক্ষণ-এর জানুয়ারি–মার্চ প্রান্তিকের কমিটি গঠন ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প ‘বীক্ষণ’–এর জানুয়ারি থেকে মার্চ ২০২৬ প্রান্তিকের ত্রৈমাসিক কমিটি গঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত কবিতার কর্মশালায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। ৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কবি ও কথাসাহিত্যিক হাসান রাকিব।
তিনি দীর্ঘদিন ধরে বীক্ষণের সঙ্গে যুক্ত এবং সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় একজন ব্যক্তি। সকলের সম্মতিতে তাঁকে আহ্বায়ক নির্বাচিত করায় সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সম্ভাবনাময়ী তরুণ কবি ও সংগঠক স্বচ্ছ দে। সংগঠন ও সাহিত্যচর্চায় তাঁর সক্রিয় ভূমিকা আগামী দিনে ময়মনসিংহের শিল্প-সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কলেজ শিক্ষিকা ও লেখক মৌমিতা মৌ, আবৃত্তিকার, নাট্যশিল্পী ও লেখক টিপু চৌধুরী, কবি, লেখক ও সাংবাদিক সোমা ঘোষ মণিকা, লেখক ও তরুণ কবি জিসি দেবনাথ, এবং কবিতাচর্চায় নিবেদিত সুস্মিতা সরকার।
বীক্ষণ-এর সঙ্গে যুক্ত নতুন এই কমিটির সদস্যরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে উদীয়মান ও সক্রিয় সাহিত্যকর্মী। তাঁদের সম্মিলিত উদ্যোগে আগামী তিন মাসে পাঠচক্র কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
উল্লেখ্য, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি জুবায়েদ ইবনে সাঈদ কবিতার কর্মশালায় এই কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মন্তব্য