সব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক অজ্ঞাত যুবক ক্যান্টিনে হামলা চালান। পরে শিক্ষার্থীদের সহায়তায় তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক প্রথমে মধুর ক্যান্টিনের সামনে টানানো বিভিন্ন পোস্টার ছেঁড়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের শিক্ষার্থীরা তাকে নিবৃত্ত করতে চাইলে তিনি ক্যান্টিনের ভেতরে ঢুকে টেবিল ও আসবাবপত্র উল্টে দিয়ে ভাঙচুর শুরু করেন। ঘটনার সময় তাকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম সাগর এবং বাড়ি কুমিল্লা বলে দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজন যুবক মধুর ক্যান্টিনে ভাঙচুর চালিয়েছে। তাকে আটক করে প্রক্টর অফিসে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য