সব
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ডায়াগনস্টিকে গত মাসে ০২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার মধ্যে ০৩টি সিলগালা করা হয়েছে এবং ১০টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত পরিদর্শন অব্যাহত রয়েছে। কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত বা দেরিতে উপস্থিত হলে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, উপজেলা নির্বাহী অফিসারগণের প্রস্তাব মোতাবেক মেরামতযোগ্য রাস্তাসমূহ রুটিন মেইনটেনেন্সের মাধ্যমে নিয়মিত মেরামত কাজ চলমান রয়েছে। ফুলপুর সিংহেশ্বরী চাঁনপুরে রাস্তাটির মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদপত্র প্রদান করা হয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে এবং প্রতিদিন নৃত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা বাজারদর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে। গত নভেম্বর মাসে ময়মনসিংহ জেলার মেছুয়া বাজারে ০১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ০৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইনের বিভিন্ন ধারায় অপরাধীদের দন্ডস্বরূপ জরিমানা আদায় করা হয়।
এছাড়াও সভায় বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা ও পর্যালোচনা এবং আন্তঃবিভাগীয় সমস্যাদির উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতি বলেন, জেলা উন্নয়নে আমাদের সকলের কাজ করা একান্ত্যই কর্তব্য। তাই এই জেলার উন্নয়নে আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। এই জেলার উন্নয়নমূলক যেকোনো কাজে এবং যেকোনো সমস্যার সমাধানে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সব সময় সহযোগিতা দিয়ে পাশে থাকবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।
মন্তব্য