সব
ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়া পাড়া বাজার কেন্দ্রীয় মারকাজে বাংলাদেশে আহলে হাদীস তাবলীগে ইসলামের ৩ দিন ব্যাপি কেন্দ্রীয় তাবলিগী ইজতেমা ৫ নভেম্বর বুধবার বিকাল ৩টা থেকে শুরু হবে।৮ নভেম্বর শনিবার সকাল ৯টায় শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে বলে সাংবাবাংলাদেশে আহলে হাদীস তাবলীগে ইসলামের ৩ দিন ব্যাপি কেন্দ্রীয় তাবলিগী ইদিকদের কে জানিয়েছেন ইজতেমা পরিচালনা কমিটির হেড আমির আলহাজ্ব ক্বারী মো.আব্দুর মজিদ।
মঙ্গলবার বিকেলে ইজতেম মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সেক্রেটারি খন্দকার মো. লুৎফর রহমান, ফুলবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বাদল। বাংলাদেশে আহলে হাদীস তাবলীগে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী,আরও বক্তব্য রাখেন আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদ হেড আমীর আলহাজ্ব ক্বারী আঃ মজিদ খান,
আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদের সভাপতিখন্দকার মাহতাব জামান ,ইজতেমা বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক।প্রেস বিজ্ঞপ্তিতে জানান বাংলাদেশে আহলে হাদীস তাবলীগে ইসলামের এর উদ্যোগে ৩৩তম কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা উদ্বোধন করবেন ডঃশেখ সাদী বিন আব্দুর রহমান রশিদ মাদানী(হাফিঃ)। ১ম দিনে আলোচনা বক্তব্য রাখবেন শায়েখ ডক্টর সাইফুল্লাহ মাদানী(হাফিঃ),শায়েখ ডক্টর ইমাম হোসাইন (হাফিঃ),শায়েখ শরিফুল ইসলাম মাদানী(হাফিঃ)। ২য় দিনে আলোচনা পেশ করবেন ডক্টর হারুন হোসাইন ত্রিশালী,শায়খ ডক্টর মোসলেম উদ্দিন ( হাফিঃ),শায়েখ এম সাব্বির বিন লোকমান (হাফিঃ)।৩য় দিন আলোচনা পেশ করবেন শায়েখ ডক্টর শহীদুল্লাহ্ খান মাদানী(হাফি:) শায়েখআকরামু জ্জামান বিন আবদুস সালাম মাদানী( হাফি:)এবং জুম্মার খুতবা দিবেন শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ।
সাংবাদিক সম্মেলনে ফুলবাড়িয়া সদর ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বাদল বলেন ঐতিহ্যবাহী বাংলাদেশে আহলে হাদীস তাবলীগে ইসলামের কেন্দ্রীয় তাবলিগী বাস্তবায়নে লক্ষে১শত ৫০ জন স্বেচ্ছাসেবক সারাক্ষণ দায়িত্ব পালন করবেন।এছাড়াও ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারাক্ষণ নজর দারীতে রাখা হবে বলে জানিয়েছেন ফুলবাড়িয়া অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান।
মন্তব্য