সব
সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহ গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (০৪ অক্টোবর) উপজেলা পরিষদ পাবলিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে অনূষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।
এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ।
ইউএনও বলেন কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে পারিবারিক সচেতনতা সর্বপ্রথম জরুরী। নিজ পরিবার হতে সাপোর্ট পেলেই কন্যা শিশুদের অধিকার নিশ্চিত হবে।
মন্তব্য