সব
রাজধানীর মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। আব্দুল মান্নান (৩৫), ২। রিয়াদ হোসেন (৩৭), ৩। আব্দুল জলিল (৪০), ৪। মোঃ মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭), ও ৫। পরেশ অধিকারী (৩৫)। এসময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০২ টি কালো রংয়ের RAB লেখা কটি, ১টি কালো রংয়ের ওয়াকিটকি ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কতিপয় দুষ্কৃতকারী মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৪/৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকৃত গ্রাহককে টার্গেট করতো। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উত্তোলনকৃত টাকা ডাকাতি করতো ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য