ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলমের সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার গৌরীপুর থানাধীন বারুয়ামারী সাকিনস্থ ধৃত আসামী মোঃ কালাম মিয়া (৩৮) পিতা মৃতঃ সুরুজ আলী এর বসত ঘরের ভিতর হইতে ৫ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ১১.৪৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ কালাম মিয়া (৩৮), পিতা মৃতঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ হোছনা বেগম, সাং-বারুয়ামারী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
অপর এক অভিযানে এসআই (নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকায় নূর হোসেনের চায়ের দোকানের সামনে হইতে ৫ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২২.৩৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী কামাল উদ্দিন (৪৮), পিতা-মৃত তমিজ উদ্দিন,মাতা-শারবানু, সাং-শ্রীপুর (শ্রীপুর বাস রেজিষ্ট্রি অফিস রোড) , থানা- শ্রীপুর, জেলা–গাজীপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে গৌরীপুর ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য