সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ১০ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ নজরুল ইসলাম(৪০), পিতা-মৃত আলাল উদ্দিন, মাতা-মৃত রহিমা খাতুন, সাং-চুরখাই পনঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। প্রান্তিক ব্রহ্ম পান্থ (২৬), পিতা-মৃত জহর কুমার ব্রহ্ম, মাতা-শংকরী বর্মন, সাং-৬৩ আরকে মিশন রোড, নওমহল, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ ফরহাদ আহম্মেদ(২৫), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-ফেরদৌসি বেগম, সাং-আকুয়া বোর্ডঘর, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই আল আমীন, এএসআই মোঃ রাকিবুল আলম, এএসআই আয়েছ মিঞা, ও এএসআই ওমর ফারুক, এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই স্বপন আকন্দ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৭ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ আব্দুল আজিজ , পিতা-মোঃ মইজ উদ্দিন, স্থায়ী: (শাহজালাল(রঃ)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
২। মোঃ সাইফুল ইসলাম , পিতা-মোঃ আঃ ওয়াহাব, স্থায়ী: গ্রাম- পুটিয়ালী (ডাকঘরঃ বিদ্যাগঞ্জ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। মোঃ দুলাল মিয়া, প্রোঃ হযরত শাহ নেওয়াজ আলী পোল্ট্রি ফিড, (আউলিয়া বাজার, চফরন পাথালিয়া সদর ময়মনসিংহ) , পিতা-আব্দুল খালেক, স্থায়ী: গ্রাম- নারায়ণ পুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৪। মোঃ শাহাদৎ হোসেন (৫০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, স্থায়ী: গ্রাম- পান ঘাগড়া (পনঘাগড়া), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ ৫। মোঃ দুলাল মিয়া, পিতা-আব্দুল খালেক, স্থায়ী: গ্রাম-নারায়ণ পুর (নারায়ণপুর, কোতোয়ালী, ময়মনসিংহ), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৬। মোঃ নাজিরুল (২৭), হাবিবুর রহমান হাবিব, গ্রাম- চর নিলক্ষীয়া, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৭। মোছাঃ বিউটি , পিতা-/স্বামী: সবুজ মিয়া, স্থায়ী: (সাং: সাহেব কাচারী বাজার (তায়েবা মনি হোটেল এন্ড রেস্টুরেন্ট), পো: রাঘবপুর মাদ্রাসা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য