সব
ময়মনসিংহে জনতার বাধায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। এ সময় হামলার শিকার হয়েছেন কর্মকর্তারা। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেন।
সোমবার (২১ অক্টোবর) ২০২৪ তারিখে দুপুর পৌনে ১২টায় ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে মসজিদের স্থাপনা ভাংচুর এর চেষ্টা কালে এ ঘটনা ঘটে।
জানা যায় স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য লোকজন রেলওয়ে স্টেশন সংলগ্ন ও আশপাশের রেললাইন সংলগ্ন জমির উপর নির্মিত অবৈধ দোকানপাট বিভিন্ন স্থাপনা উচ্ছেদের প্রাথমিক কাজ শুরু করার জন্য অনুরোধ করিলে কর্তৃপক্ষ সেদিকে নজর না দিয়ে রেলওয়ে স্টেশন মসজিদ ভাংচুর করার উদ্যোগ গ্রহণ করে।
এ সময় স্থানীয়দের অনেকে বলতে শোনা যায় বিভিন্ন দোকান থেকে মোটা অংকের টাকা গ্রহণ করায় এ উচ্ছেদ বানচাল করতেই অভিনব কৌশল গ্রহণ করেছে যাতে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠে।
এ সকল কর্মকর্তা অবৈধ ঘুষ লেনদেন হালাল করতেই অবৈধ স্থাপনা গুলোতে না যেয়ে মসজিদের মত স্পর্শকাতর স্থাপনা ভাংচুর শুরু করেছে এমন আলোচনা সমালোচনা শুরু হয়েছে শহর জুড়ে।
ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আব্দুস সোবহানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ পাহারায় ভেকু দিয়ে রেলওয়ে মসজিদের স্থাপনা ও দোকান ভাঙার সময় বিক্ষুব্ধ হয়ে উঠে জনতা। এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। জনতার ধাওয়ায় উচ্ছেদকারী কর্মকর্তারা আনসার পুলিশ ঘটনাস্থল ছেড়ে দৌড়ে চলে যান। এ সময় ভেকু চালককে নামিয়ে দিগম্বর করে মারধর ও ভেকু ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
সংবাদ পেয়ে দুপুর ১২টার পর সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, জনতার বাধা ও ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ময়মনসিংহ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সেনাবাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য