সব
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায দোকানে সিগারেটের ছিড়া ১০টাকা নোট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে মো. ইকবাল (২৩) নিহত হয়েছেন। বাবা মো. সাদেক মুন্সিকে (৪৮) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইকবালের বাবা সাদেক মুন্সি স্থানীয় মাজিয়াল এলাকার দিঘারকান্দা গ্রামের মৃত শাবান আলীর ছেলে। সাদেক স্থানীয় মাজিয়াল বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে।
এবিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো: ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দোকানে সিগারেট কিনে ১০ টাকার ছিড়া নোট দেয়। দোকানদার টাকা চেইঞ্জ করে দিতে বললে না দিয়ে তর্ক শুরু করে। এক পর্যায়ে দোকানদার ইকবাল কে স্টেপ করে। বাবা ফিরাইতে গেলে তাকেও যখম করে। ছেলে নিহত হয়েছে এবং বাবাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য