সব
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন কলেজ রোডস্থ রেলক্রসিংয়ের নিকট মীরবাড়ী মোড়ের পূর্বপাশে নতুন পল্লী সানকিপাড়া আকবরীয়া হাউজ নামক বাসার সামনে সামীর (২০) সহ তাহার বন্ধু কাচিঝুলি, ইটাখলা রোডের আতিকুল ইসলাম সজল (১৮), ২। জিন্নাত মিয়া (১৮), ৩। সাজিত (১৪)দের নিয়া আড্ডা দেওয়ার সময় অপর পক্ষ ১। মোঃ সাদ (১৯), ২। মোঃ হৃদয় (২০), ৩। মোঃ অলি উল্লাহ (২০) ৪। মোঃ আরাফাত (২০), সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের সাথে সিগারেট খাওয়ার তুচ্ছ ঘটনায় সিনিয়র জুনিয়র নিয়ে কাটাকাটি শুরু করে, একপর্যায়ে উভয়ের মারামারির ঘটনায় দুপক্ষের দুজন গুরুতর আহত হয় সামীর ও সাদ এদের মধ্যে গুরুতর জখমী সামীর চিকিৎসাধীন অবস্থায় ৯.৫০ ঘটিকায় মারা যায়, অপরপক্ষের সাদ গুরুতর জখমী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র চিকিৎসার জন্য চলে যায়। এছাড়াও পক্ষদ্বয়ের আরো ২/৩ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়
মৃত্যুবরণকারী (নিহত) সামীর এর ভাই মোঃ সাইম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৩, তারিখ- ১৭/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩০২/৩২৩/ ৩২৬/ ৩০৭/৫০৬(২)/৩৪পেনাল কোড রুজু হয়।
পুলিশ পরিদর্শক তদন্ত অনোয়ার হোসেন জানান, থানা পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে এজাহার নামীয় মোঃ হৃদয় (২০), মোঃ অলি উল্লাহ (২০) মোঃ আরাফাত (২০) ৩ জন আসামীকে ১৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ মামলায় গুরুতর অপর জখমী আসামী সাদ পলাতক রয়েছে। অভিযান অব্যাহত আছে।
এব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞার নেতৃত্বে মাদক, সন্ত্রাস, ইপটেজিং জিরোট্রলায়েন্স ঘোষণা করা হয়েছে। যে কোন অপরাধ নির্মূলে পুলিশ তৎপর রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই মামলার বাদী সাইম। তাঁর, মা, প্রতিবেশী এবং স্থানীয় কাউন্সিলর শরিফ আহমেদ তাদের পৃথক পৃথক ভাবে বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রত্যেকেই ন্যায় বিচার আশা করছেন।
মন্তব্য